এবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

কিছুদিন আগেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুন সহ একাধিক গুরুতর ধারায় মামলা হয়েছে। এবার হাসিনার পাসপোর্টও বাতিল করে দিল সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। শুধু হাসিনাই নয় আরও ৯৬ জনের পাসপোর্ট বাতিল করে দিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল, সেই সময় হত্যা এবং মানুষকে গায়েব করার অভিযোগে মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে। তাঁদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানুষকে গায়েব করার । হাসিনা ছাড়া ওই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিকি, পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনে গত বছর জুলাই মাসে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। যার জোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ প্রশাসন ও আন্দোলনকারীরা। ওই ঘটনায় বহু আন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও পুলিশের মৃত্যু হয়। মৃত্যু হয় বেশ কয়েকজন রাজনীতিবিদেরও। ওই আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী। আশ্রয় নেন ভারতে। প্রসঙ্গত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে বাংলাদেশ সরকার।