পীযূষ চক্রবর্তী,
আরজি করের ছায়া এবার বসিরহাটে। ডিউটি করাকালীন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে গণধর্ষণের পর খুন হন এক মহিলা চিকিৎসক। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। ওই মামলার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের মধ্যে এক মহিলার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই মহিলাকেও গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় পুলিশ ওই ট্রেনিং সেন্টারের এক কর্মীকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, মৃত মহিলা একটি বেসরকারি ব্যাংকে কাজ করতেন। ২৬ বছর বয়সী ওই মহিলার সঙ্গে ওই বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকাতে সেখানে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সূত্রে সোমবার সন্ধ্যায় সেখানে এসেছিলেন বলে দাবি মৃতের স্বামীর। সোমবার সন্ধ্যার পর থেকেই ওই ট্রেনিং সেন্টারের দরজা বন্ধ ছিল। স্থানীয় লোকেদের সন্দেহ হওয়ায় তারা বসিরহাট থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই মহিলা। তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দেগঙ্গা থানা এলাকার বাসিন্দা ওই মহিলা বেড়াচাঁপায় একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন। সোমবার সকালে অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, ওই সেন্টারের এক কর্মীর সঙ্গে তার স্ত্রীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই তাকে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করেছে। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে খুন ও গণধর্ষণের মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এবার বসিরহাটে নার্সিং ট্রেনিং সেন্টারে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
