চব্বিশ ঘন্টার ও কম সময়ের ব্যবধানে ৭৮ তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল এল কলকাতা শহরে। হায়দ্রাবাদের বিমানবন্দর থেকে সরাসরি দমদমে । নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা। নতুন বছরের প্রথম দিনেই বাংলার জন্য ভারত সেরা ট্রফি নিয়েই হাজির রবি হাঁসদা সহ পুরো দল। কোচ সঞ্জয় সেন ও অধিনায়ক রবি হাঁসদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়েছে। উৎসাহীদের তরফেও অভিনন্দন জানানো হয়েছে। রাতের কলকাতায় বিমানবন্দরে স্বাগত জানাতেই হাজির হয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। ফুটবলের মক্কা কলকাতা তেতে উঠল এই বাংলার তরুণ ব্রিগেডের দেখে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ খেলা শুরু হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাদের স্বাগত জানান।