খোদ কলকাতায় এবার হাসপাতাল চত্বরে উদ্ধার মানুষের দেহাংশ। বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়গোড়। সঙ্গে পাওয়া গিয়েছে মানুষের খুলিও। শুক্রবার এই ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিন হাসপাতালের কর্মীরা দেখেন পরিত্যক্ত মর্গের সামনে পড়ে রয়েছে কিছু হাড়গোড়। এছাড়াও একটি মাথার খুলি সেখানে ছিল। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান কর্মীরা। তবে কীভাবে মানুষের ওই দেহাংশগুলি এলো তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, হবু চিকিৎসকদের গবেষণায় ব্যবহার করতেই সেগুলি আনা হয়েছিল। কোনও কারণবশত সেখানে সেগুলো পড়ে গিয়েছে। এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই মর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি তা সংস্কারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাড়গোড় এবং মাথার খুলি উদ্ধারের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেনি।