জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবীতে ইজরায়েলে সরকারের উপর চাপ বাড়াচ্ছে নাগরিকরা

Published By Subrata Halder, 08 June 2025, 11:10 p.m

বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলের বৃহত্তম বাণিজ্যিক শহর তেল আবিবে হাজার হাজার বিক্ষোভকারী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের কাছে সোচ্চার দাবী তুললো। বিক্ষোভকারীরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানায়। তাদের দাবী গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর অভিযান জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং গাজার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। অংশগ্রহণ কারী
এক নারী বলেন সরকারের উচিত সামরিক অভিযান বন্ধ করা, কারণ যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হয় না।
শুক্রবার একটি ইজরায়েলি গবেষণা প্রতিষ্ঠান, একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে প্রায় ৫০ শতাংশ উত্তরদাতা বলেছেন গাজায় সামরিক অভিযান জিম্মিদের মুক্তি বা হামাসকে নির্মূল করার পথে ধাবিত হবে না।
এই জরিপে, ইজরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযানের বিরুদ্ধে জনগণের তীব্র বিরোধিতা প্রতিফলিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। শনিবার ইজরায়েলি বাহিনী ঘোষণা করেছে যে তারা হামাসের কাছে জিম্মি এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে। গাজায় ইজরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখার মাঝে এই ঘোষণা আসে।
গাজায় এখনো ইজরায়েলি সরকার সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। সেনার দাবী, তাদের লক্ষ্য হামাসের ওপর চাপ বৃদ্ধি করা, যার ফলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
যদিও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং উভয় পক্ষের মধ্যে এখনও তীব্র মত পার্থক্য রয়েছে।

23:40