দেশে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তদন্তের দাবী কংগ্রেসের

Published By Subrata Halder on 13 April 2025 at 04:36pm

বঙ্গবার্তা ব্যুরো,
পেট্রপণ্যের মুল্য বৃদ্ধি নিয়ে সিএজি তদন্ত দাবি করল কংগ্রেস। পেট্রপণ্যের মুল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনাও করেছে এআইসিসি নেতারা। দলের মিডিয়া সেলের প্রধান জয়রাম রমেশ নিজের সমাজ মাধ্যমে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।
তার অভিযোগ গত ১১ বছরে মোদী সরকার পেট্রল- ডিজেল থেকে প্রায় ৪০ লাখ কোটি টাকা আয় করেছে। অথচ সাধারণ মানুষকে কোনও রকম সুরাহা দেয় নি। সাধারণ মানুষের পকেট কেটেছে সরকার। পাশাপাশি তার অভিযোগ বেসরকারি সংস্থা গুলিও সরকারের এই নীতির ফলে প্রচুর মুনাফা করেছে।
জয়রাম রমেশ ২০১৪ সালের আগের এবং বর্তমানের পেট্রপণ্যের তুলনা মুলক পরিসংখ্যান পেশ করে বলেন ২০১৪ সালে পেট্রলের আবগারি শুল্ক ছিল নয় দশমিক দুই শূন্য টাকা আর ডিজেলে তিন দশমিক চার ছয় টাকা। মোদী সরকারের আমলে তা দাঁড়িয়েছে পেট্রলে উনিশ দশমিক নয় শূণ্য টাকা আর ডিজেলে পনের দশমিক আট শূণ্য টাকা। অর্থাৎ পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে বহু গুন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন ২০১৪ সালে ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজার অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারল প্রতি ১০৮ মার্কিন ডলার। বর্তমানে সেই দাম দাঁড়িয়েছে ব্যারল প্রতি ৩৫ মার্কিন ডলারের সামান্য বেশি । অথচ মোদী সরকার সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়েই চলেছে।
শুধু কংগ্রেস নয় এই নিয়ে সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে বিরোধী দলগুলিও। তারা দাবি করেছে সিভিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং সিবিআই এই বিষয়ে তদন্ত করে দেখুক,এই পিছনে কি উদ্দেশ্য আছে ।

02:17