প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কংগ্রেস নেতা। ব্যবসায়ী সঙ্গীর সই জাল করার অভিযোগে মহম্মদ একরাম হোসেন নামের ওই কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ব্যবসায়ী সঙ্গীর সই জালের পাশাপাশি তাঁর তিন বোনের কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একরাম কংগ্রেসের ৬২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী সানা আহমেদ ওই ওয়ার্ডেরই কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের বাসিন্দা একরাম পেশায় একজন প্রোমোটার।
জানা গিয়েছে, প্রোমোটিং ব্যবসায় তাঁর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে আব্দুল রহিমের। সম্প্রতি সেই আব্দুলের সই জাল করে ভুয়ো দলিল বানিয়ে তালতলা থানা এলাকায় আব্দুল এবং তাঁর তিন বোনের কোটি টাকার সম্পত্তি নিজের নামে দানপত্র করিয়ে নেন একরাম। এরপর আব্দুল বুঝতে পারেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একরামের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ একরামকে গ্রেফতার করে একরামকে।