বঙ্গবার্তা ব্যুরো,
দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। সারা বিশ্বের চা প্রেমীদের কাছে এই চায়ের কদর রয়েছে। সেই দার্জিলিং চায়ের উৎপাদন কমছে। ফলে চা শিল্প ক্রমশ সঙ্কটেরর দিকে যাচ্ছে। এখনই সঠিক পদক্ষেপ না করলে চায়ের মতো বড় অর্থকরী শিল্পের ভবিষ্যাত অনিশ্চিত হয়ে পড়বে বলেই শিল্প মহলের অভিমত।
টি বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দার্জিলং এ চা উৎপাদন হয়েছে ৫০ লাখ ৬০ হাজার কেজি। এত কম উৎপাদন ইদানিং কালে হয় নি, এমনকি কোভিডের সময়ও নয়। এক সময় দার্জিলিন্র এ এক কোটি চার লাখ কেজি চা তৈরি হত। সেই উৎপাদনের পরিমাণ এখন যে ভাবে কমছে তাতে চিন্তায় শিল্প মহল।
কেন চা উৎপাদন কমে যাচ্ছে তার কারণ হিসেব একাধিক বিষয় সামনে আসছে। বহুদিন ধরে প্রায় ১২টি চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। কোনও উৎপাদন হচ্ছে না। উৎপাদন না হওয়ায় বাগান নষ্ট হয়ে যাচ্ছে।এখন বেশির ভাগ বাগানেই অস্থায়ী মালিক। তাঁরা চট জলদি মুনাফার দিকেই বেশি নজর দিচ্ছেন। ফলে বাগানের প্রয়োজনীয় পরিচর্যার কাজ ভীষণ ভাবে অবহেলিত হচ্ছে। নতুন চারা বসানোর দিকে তাঁদের নজর নেই। এছাড়াও রয়েছে শ্রমিক অসন্তোষ। সাধারণ ভাবে বছরে ২৫ থেকে ৩০ বার চা পাতা তোলা হয়। এখন তা কমে ১৫ থেকে ২০তে এসে দাঁড়িয়েছে।
অনেকেই এর জন্য এক শ্রেণির শ্রমিক নেতাদের দায়ী করছেন। তাঁদের দাবি দাওয়া মেটাতে গিয়ে ছোট বাগান মালিকরা জেরবার হয়ে যাচ্ছেন। ফলে বাগান মালিকারাও ব্যবসা বৃদ্ধির ইচ্ছে হারিয়ে ফেলছেন, তার প্রভাব পড়ছে উৎপাদনে।
চা শিল্পে কমছে উৎপাদন চিন্তায় শিল্প মহল
