Upload By K. Halder at 19th March 2025, 03:49 PM
বঙ্গবার্তা ব্যুরো,
নিষ্ঠা ও পরিশ্রম করে পড়াশোনা করলে যে কোন স্বপ্নই পূরণ করা সম্ভব তাদের দেখিয়ে দিলেন দেবদত্তা মাঝি। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী দেবদত্তা এবার জয়েন্টে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে দেবদত্তা। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে ২০২৩ মাধ্যমিকে শীর্ষস্থান আধিকার করেছিল। দু’বছরের মধ্যেই ফের শিরোনামে দেবদত্তা। জাতীয় পরীক্ষা সংস্থা কর্তৃক পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেইন সেশন ১ এ এবার ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে শীর্ষস্থানেই রইলেন দেবদত্তা। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের পর কোনও আইআইটি তে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে পড়তে চান। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উচ্চশিক্ষায় আগ্রহী দেবদত্তা মাঝি। নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি এই সাফল্যের জন্য নিজের মা-কে যিনি নিজেও একজন স্কুল শিক্ষিকা, সিংহভাগ কৃতিত্ব দিচ্ছে। এই সাফল্যের দিনে নিজের শিক্ষক টিউটরদের নির্দেশ ও সাহায্যের কথাও উল্লেখ করতে ভোলেননি।