আরজি কর কাণ্ডে এবার আট নিরাপত্তারক্ষীকে তলব ইডির

পীযূষ চক্রবর্তী,
আরজি কর কাণ্ডে এবার তলব করা হল আট নিরাপত্তারক্ষীকে। ঘটনার দিন ওই আট নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন। ওইদিন তারা কী দেখেছেন তা জানতেই তাদের শুক্রবার তলব করেছে সিবিআই। গতকাল, বৃহস্পতিবারই ঘটনার দিন কর্তব্যরত সাত নার্সকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে চারজন গতকাল হাজিরা দেন। এবার আট নিরাপত্তারক্ষীকে তলব করাই আরজি কর মামলার গতিবেগ যে বাড়ছে তা বলাই যায়।
গত বছরের ৯ আগস্ট হাসপাতালে ডিউটি করাকালীন আরজি কর হাসপাতালের সেমিনার হলে ধর্ষণের পর খুন হন এক তরুণী চিকিৎসক। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন। আন্দোলনের রেস ছড়িয়ে পড়ে গোটা দেশে। ওই ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। তবে এই ঘটনায় আরও অনেকেই যুক্ত বলে দাবি মৃতের পরিবারের। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে। আগামী সোমবারই ওই মামলার শুনানি রয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালতে। তার আগে সিবিআই তৎপরতায় আশার আলো দেখছেন অনেকেই।

13:58