বঙ্গবার্তা ব্যুরো: শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধই হয়ে গেল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।১৯ জানুয়ারি থেকে চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটিককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল আমেরিকা। সেই হিসেবে রোববারই বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। সেখানে অ্যাপে ঢুকতে গেলেই পপ আপে একটি লেখা দেখা যাচ্ছে: ‘আমরা দু:খিত। টিকটক এই মুহূর্তে আমেরিকায় নিষ্ক্রিয় রয়েছে। অর্থাৎ, দুর্ভাগ্যবশত, আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবেন না।’
কিন্তু কেন বন্ধ টিকটক? বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে মার্কিন প্রসাসনের অভিযোগ হল, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বিপদ।২০২০ সালের ২৯ জুন ভারতে টিকটক ব্যান করা হয়৷ পাশাপাশি আরও ৫৮টি অ্যাপকেও নিষিদ্ধ বলে দেগে দেয় প্রশাসন। কারণ হিসেবে উঠে আসে তথ্যের অপব্যবহার ও গুপ্তচরবৃত্তি। ভারতের পাশাপাশি সেনেগাল, নেপাল, তাইওয়ানের মতো দেশে টিকটক নিষিদ্ধ হয়েছে। আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প মসনদে বসলে টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ মিলতে পারে বলেও মনে করছে বাইটড্যান্স।