শহরে ফের হেলে পড়লো বাড়িআতঙ্কে নাগরিকরা

বঙ্গবার্তা ব্যুরো: প্রথমে গার্ডেনরিচ, তারপর বাঘা যতীন এবার পূর্ব কলকাতার ক্রিস্টোফার রোডে হেলে পড়লো চারতলা বাড়ি। নির্মীয়মান এই বাড়ির কাজ চলছিল। হঠাৎই তা পাশের একটি বাড়ির উপর হেলে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে নির্মীয়মান বাড়িটির পাশের বাড়ির মানুষ জন। পুরসভায় খবর দেওয়া হয়। ছুটে আসেন কাউন্সিলর সন্দীপন সাহা। তিনি বলেন পুর প্রতিনিধি হিসেবে যা করনীয় তা করবেন।