বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য সরকারের উদ্যোগে অরণ্য সপ্তাহের কর্মসূচি নেওয়া হয়েছে, ২১ শে জুলাই পর্যন্ত। সেই সময় কালেই গাছ লাগানোর জন্য নাগরিক সচেতনতার লক্ষ্যে কলকাতা প্রেস ক্লাবে বন মহোৎসব কর্মসূচি নেওয়া হয়।
ক্লাব সদস্যদের প্রত্যেককে দুটি করে গাছের চারা দেওয়া হয়। ক্লাবের সহ সভাপতি প্রসূন আচার্য, সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ সম্পাদক নিতাই মালাকার, অরিজিৎ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
টগর, শিউলি, বোগেনভেলিয়া, করবী সহ বহু প্রজাতির ফুলের গাছ বিতরণ করা হয়েছে।