রাজ্যের গোয়ালতোড়ে জার্মান সহায়তায় সৌর বিদ্যুৎ প্রকল্প

Goaltore Solar Power Project West Bengal

Upload By K. Halder at 23th April 2025, 07:29 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকে ১১২.৫ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত এক জার্মান সংস্থার সহায়তায় এই প্রকল্প রূপায়িত হয়েছে। গতকালই উদ্বোধনী মঞ্চ থেকে আরো ১০০ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প সেখানে তৈরি করার জন্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই এই প্রকল্প রাজ্যমন্ত্রী সভায় ছাড়পত্র পেল। মন্ত্রীসভার বৈঠক শেষে বুধবার নবান্নে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। তিনি বলেন, জার্মান সংস্থার সহায়তায় গতকাল পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়ে গিয়েছে। এক্ষেত্রে জার্মান সংস্থা ৮০ ভাগ অর্থ দিয়েছে রাজ্য সরকার অর্থ দিয়েছে কুড়ি ভাগ। এরপরেও মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছিলেন একই জায়গায় আরো ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। আজ রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে।
তিনি জানিয়েছেন, গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড়ে একশ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে যার আনুমানিক ব্যায় হবে ৬৮০ কোটি টাকা। এর মধ্যে ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। বাকিটা দেবে জার্মানির ওই সংস্থা। এক্ষেত্রে জার্মান সংস্থা খরচ করবে ৪৭৫ কোটি টাকা। মন্ত্রী বলেন, এই প্রকল্প রূপায়ণের ফলে আমাদের রাজ্য আগামী দিনে গ্রীন এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃতি করে তিনি আরো বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি পুরোপুরি চালু হয়ে গেলে বিদ্যুতের জন্য আমাদের আর অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না। সারা ভারত ছুটবে এখানে।
তিনি বলেন, রাজ্য সরকারের পদক্ষেপ সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করবে। এই বিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য কোনো দূষণ হবে না। এই পদক্ষেপ রাজ্যকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে।

21:14