বঙ্গবার্তা ব্যুরো,
ইতিহাস গড়লো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বুধবার ভোর ৬টা ২৩ মিনিটে ইসরোর মুকুটে যুক্ত হল নতুন পালক। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে একেবারে সফল ভাবে উৎক্ষেপণ করা হল জিএসএলভি এফ ১৫ রকেট। দেশীয় ক্রয়োজেনিক পর্যায়ের রকেটের পিঠে চড়ে মহাকাশে পাড়ি দিল এনভিএস-০২ নেভিগেশন স্যাটেলাইট। এটি ছিল ইসরোর ১০০ তম মিশন।
স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩এ এসএলভি-৩ ই ১০ চাপিয়ে ইসরো প্রথম উৎক্ষেপণ করেছিল ১৯৭৯ সালের ১০ অগস্ট। পরীক্ষামূলকভাবে রোহিণী টেকনোলজি পে-লোডের উৎক্ষেপণ করা হয়েছিল। ওই মিশনের অধিকর্তা ছিলেন এপিজে আবদুল কালাম। এবার ইসরোর নয়া চেয়ারম্যান ভি নায়ায়ণন ১০০ তম মিশনের নেতৃত্বে ছিলেন। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন তিনি। গোটা দল যৌথ ভাবে কাজ করাতেই এই সাফল্য বলেও ব্যাখ্যা করেছেন ভি নায়ায়ণন। ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। ১০০ মিশন সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
নেভিগেশনের ক্ষেত্রে বিপ্লব আনবে এই এনভিএস-০২ নেভিগেশন স্যাটেলাইট। শুধু রাস্তা নয়, আকাশ এবং গভীর সমুদ্রেও সাহায্য করবে এই স্যাটেলাইট। ভারতে জিপিএস-এর মতো নেভিগেশন সুবিধা উন্নত করার জন্যেই এই স্যাটেলাইট ডিজাইন করা হয়েছে। একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে অরুণাচল পর্যন্ত এলাকা এই স্যাটেলাইটের আওতায় থাকবে বলেও ইসরো সূত্রে খবর।