ট্রাম্প ট্যাক্স চাপালে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন জাস্টিন ট্রুডো

বঙ্গবার্তা ব্যুরো,
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্যাক্স নীতির বিরুদ্ধে কঠোর কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১ ফেব্রুয়ারি থেকে কানাডার পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ২৫ শতাংশ ট্যারিফ দিতে হবে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এই সপ্তাহের শেষ থেকেই কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ কর প্রযোজ্য হবে। এ ছাড়া চিনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
তথ্য বলছে কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরে কানাডার মোট রপ্তানি পণ্যের ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়।ট্রুডো বলেছেন যে বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমরা চাই না। কিন্তু যদি ট্রাম্প তাঁর হুমকি বাস্তবে প্রয়োগ করেন তবে আমরাও ব্যবস্থা নেব।
ওয়াশিংটনের ট্যাক্স চাপানোর পর অটোয়া ও মেক্সিকো সিটি পাল্টা কর আরোপের পরিকল্পনা করছে। এর ফলে উভয় পক্ষের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও অন্যান্য নেতৃত্ব ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে বিশ্বজুড়ে বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন।