রাতের আকাশে চোখ রাখুন, দেখুন বিরল ধূমকেতু!

বঙ্গবার্তা ডেস্কঃ এ জিনিস বার বার ঘটে না,এমন কী আপনার জীবদ্দশাতেও আর ঘটবে না।এমনই ঘটনা যা ১ লক্ষ ৬০ হাজার বছরের মধ্যে একবারই ঘটে! আর সোমবার রাতেই ঘটবে সেই ব্যাপারটা।তবে তা জাগতিক নয়,মহাজাগতিক।এক বিরল সৌরজগতীয় ঘটনার সাক্ষী হবে আজ রাতের আকাশ।রাতের আকাশে দেখা যাবে বিরল থেকে বিরলতম ধূমকেতু! ১ লক্ষ ৬০ হাজার বছরের মধ্যে আর ফিরবে না।
বিজ্ঞানের ভাষায় এই বিরলতম ধূমকেতুর নাম জি ৩ অ্যাটলাস বা G3 ATLAS (C/2024)।১৩ জানুয়ারি অর্থাৎ আজ সেই ধূমকেতু তার যাত্রাপথে সূর্যের কাছাকাছি সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছবে। এই সময় এটি এটি সূর্য থেকে মাত্র ৮৭ লক্ষ মাইল দূরে থাকবে। পাশাপাশি সূর্যের কাছাকাছি আসায় ধূমকেতুটি তার চূড়ান্ত উজ্জ্বলতার শিখরে পৌঁছবে এদিন।
২০২৪ সালের ৫ এপ্রিল, চিলির অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) এই জি ৩ অ্যাটলাস ধূমকেতুটির আবিষ্কার করে।এই বিরল ঘটনাকে ঘিরে এবং রাতের আকাশে তাকে দেখতে বিজ্ঞানী ও শখের জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে প্রবল উতসাহ তৈরি হয়েছে।এটি দেখার জন্য দূরবীন বা বাইনোকুলারের ব্যবহার পরামর্শ দেওয়া হয়েছে।অর্থাৎ সোমবার রাতেই আকাশপ্রেমীদের জন্য তৈরি হতে চলেছে একটি অসাধারণ মুহূর্ত।