Upload By K. Halder at 26th April 2025, 01:09 PM
বঙ্গবার্তা ব্যুরো,
প্রায় ৬ বছরেও কাজ শেষ হয়নি। মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে। এই পরিস্থিতিতে কাজের বরাত বাতিল করল কলকাতা পুরসভা। গুজরাটের এক সংস্থার সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল ধাপার মাঠে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা সাফাই করবে। চুক্তি হয় ২০১৯ সালে। কথা ছিল ২০২৪ এর জুন মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তা না হওয়ায় চুক্তি বাতিল করছে পুরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এ কথা জানিয়েছেন।
কলকাতা পুর এলাকার প্রায় সব আবর্জনা জমা হয় ধাপার মাঠে। দীর্ঘ দিন ধরে সেখানেই আবর্জনা জমা হচ্ছে। সেই আবর্জনা এখন উঁচু উঁচু শক্ত টিলার আকার নিয়েছে। সেই আবর্জনার জল চুঁইয়ে মাটির নীচের জল দূষণ করতে পারে। সেই কারণেই ধাপার যে সব জঞ্জাল পুর্নব্যবহার করা যায় তার এক প্রকল্প নেওয়া হয়েছিল। যাকে বায়োমাইনিং প্রজেক্ট বলা হচ্ছে। ধাপার প্রায় ৬০ একর জায়গা থেকে জমে থাকা আবর্জনা ওই বায়োমাইনিং প্রকল্পে সরিয়ে ফেলার জন্য চুক্তি হয়। ্মেয়র পারিষদ জানিয়েছেন সংস্থার কাজে তাঁরা খুবই হতাশ। তাই চুক্তি বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন এতদিনে মাত্র ৩০ শতাংশ কাজ করেছে সংশ্লিষ্ট সংস্থা। হাওড়ার বেলগাছিয়ায় এই ভাবেই জমে থাকা আবর্জনায় ধস নেমে বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। মাটির নীচে জলের লাইনেও ক্ষতি হয়। ফেলা সেখানকার বিস্তির্ন এলাকায় বেশ কয়েকদিন পানীয় জলের সমস্যায় ভোগেন মানুষ।
মেয়র পারিষদ জানিয়েছেন বায়োমাইনিং প্রজেক্টের মাধ্যমে তারা ধাপার বেশ কিছু জমি খালি করে সেখানে ইঞ্জিনিয়ারড ল্যান্ডফিল ফেসিলিটি তৈরি করতে ছিলেন। বায়োমাইনিং প্রজেক্ট সময় মতো শেষ না হওয়ায় সেই কাজও পিছিয়ে যাচ্ছে। এই ইঞ্জিনিয়ারড ল্যান্ডফিল ফেসিলিটিতে অনেক সুবিধে। এই ব্যবস্থায় অনেক পরত থাকে। যার ফলে ভূগর্ভস্থ জল দূষণের সম্ভাবনা থাকে না। একমাত্র বৈদ্যবাটিতেই এই ধরণের ব্যবস্থা আছে।