পাসপোর্ট জালিয়াতি রুখতে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের

পাসপোর্ট কাণ্ডের জেরে বিপাকে পুলিশ প্রশাসন। বিশেষ করে ভুয়ো নথি বানিয়ে যেভাবে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশকারী ঢুকেছে এরাজ্যে তাতে বেশ চিন্তায় পুলিশ। একাধিক বাংলাদেশি জঙ্গিও জাল নথি দেখিয়ে পাসপোর্ট বানিয়ে এদেশে প্রবেশ করাতে নিয়ম বদল করতে বাধ্য হয়েছে প্রশাসন। বিশেষ করে কলকাতা পুলিশ বেশ সর্তকতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনও গোলযোগ না হয় বা সময় দিয়ে যাতে নথি ভাল করে পরীক্ষা করা হয় সেদিকে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে প্রতিটি থানার ওসিকে। শুধু তাই নয়, যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন তিনি কোনও তথ্য গোপন করছেন কিনা তাও বারবার খুঁটিয়ে দেখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। আবেদনকারীর কোনও অপরাধমূলক মামলা আছে কিনা তাও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এই নির্দেশিকা থেকে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে, আর যাতে ভবিষ্যতে কেউ ভুয়ো নথি জমা দিয়ে পাসপোর্ট হাসিল করতে না পারে সেদিকেই বিশেষ নজর রয়েছে কলকাতা পুলিশের।
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, যে ব্যক্তি আবেদন করছেন তাঁর জমা দেওয়া নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যেন প্রতিবেশীদের সহায়তায় ভালোভাবে যাচাই করে নেওয়া হয়। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। থানার পাশাপাশি ভেরিফিকেশন জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকেও ব্যবহার করার কথা বলা হয়েছে। কলকাতা পুলিশ যে পাসপোর্ট জালিয়াতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তা বলাই যায়।