Upload By K. Halder at 23th April 2025, 06:57 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদ আবহে মন্ত্রীদের ধর্ম নিয়ে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীদের বাক-সংযমের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যেভাবে সাম্প্রতিক সময় ধর্ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মন্তব্য করছেন সেই হাওয়ায় ভেসে শাসকদলের নেতা-নেত্রীরাও যেন একইভাবে মন্তব্য যেন না করেন, সেই পরামর্শই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধর্ম নিয়ে মন্তব্য বা প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। এতে সমস্যা হতে পারে। আইন শৃঙ্খলার স্বার্থে প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার। ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অবস্থায় বারবার শান্তির আবেদন করেছেন। তবে এই অবস্থায় দেখা যাচ্ছিল দলের নেতাদের একাংশ খুশিমতো বক্তব্য রাখছিলেন। সেই তালিকায় নাম ছিল বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়কদের। এদিন মন্ত্রিসভার বার্তার মাধ্যমে শুধু মন্ত্রীদের মুখ বন্ধের চেষ্টা করলেন তা নয়, বার্তা দিলেন বিধায়কদেরও মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। গতকাল খবর পাওয়ার পর থেকেই এই ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে কখনো কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ কখনও দিল্লিতে থাকার রেসিডেন্ট কমিশনারের সঙ্গে কথা বলে এই পরিবার গুলির পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। রাজ্যের এখনো যারা কাশ্মীরের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে সরকারের কাছে সাহায্য চাইলে কিভাবে তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থাও করতে বলেন মুখ্যমন্ত্রী।
এদিন মন্ত্রিসভার বৈঠক থেকেই সমস্ত মন্ত্রীদের নিজের এলাকায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রচার ভালোভাবে করার পরামর্শ দিয়েছেন তিনি। অক্ষয় তৃতীয়ায় দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে সেটাকে একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে হবে নির্দেশ মমতার।