নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়

ফের আদালতে ধাক্কা ইডির। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সোমবার বিশেষ আদালতে সশরীরে হাজির হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল কল্যাণময়ের। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে বেশ কয়েকবার সমন পাঠানোও হয়েছিল। তবে এর আগে হাজিরা এড়িয়ে ভার্চুয়ালি হাজিরার পক্ষে সওয়াল করেছিলেন পার্থর জামাই। স্পেশাল কোর্টের বিচারকের অবশ্য বক্তব্য ছিল, ‘ওঁকে (কল্যাণময়) তো জামিন নিতে হবে। সেটা ভার্চুয়ালি কী ভাবে সম্ভব!’ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তিনদিনের মধ্যে ফ্লাইট ধরে কল্যাণময় যেন কলকাতায় আসেন এবং আদালতে হাজিরা দেন। না হলে আদালত যা ব্যবস্থা নেওয়ার নেবে। গত ১৮ ডিসেম্বরের শুনানিতে এই কথা বলেছিল আদালত। তাই বাধ্য হয়ে আমেরিকা থেকে এসে সোমবার আদালতে হাজির হন কল্যাণময়। নিম্ন আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। এই মামলা থেকে জামিন পেয়েছেন উদয় মোদিও। ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে উদয়ের সংস্থার নাম রয়েছে।
অন্যদিকে এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জগঠন হবার সম্ভাবনা ছিল। তবে তা হয়নি। কারণ এদিনই এই মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও তিনটি সংস্থা এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন আদালতে। ফলে চার্জ গঠন এদিন আর হয়নি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বরের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে বলে জানিয়ে দিয়েছিল।