শর্ত সাপেক্ষে, হাওড়ায় রামনবমীতে মিছিলের অনুমতি

Published By Subrata Halder on 4th April 2025 at 06:45pm

বঙ্গবার্তা ব্যুরো,
শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নিজেদের নির্ধারিত রুটেই রামনবমীর মিছিল করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ। দুটি সংগঠনের তরফে দাবি করা হয়, তারা যে রাস্তা দিয়ে মিছিল করতে চাইছে, তা প্রশাসন বদলে দিচ্ছে। সব পক্ষের কথা শুনে নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে আদালত। তবে মিছিলকে কয়েকটি শর্ত মানতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আদালতের নির্দেশে বলা হয়েছে একটি মিছিল অঞ্জনী পুত্র সেনার, সেটি হবে সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত। দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করতে পারবেন। নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনী পুত্র সেনার মিছিলে অনুমতি দিয়েছে আদালত।অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শুরু হবে বি ই কলেজ গেট নম্বর ওয়ান থেকে। মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণ ঘাটে আসবে। সময় বিকেল তিনটে থেকে ছটা।


আদালতের নির্দেশ অনুযায়ী রামনবমীর মিছিলের সামনে একটা পুলিশের ভ্যান আর পেছনে একটা পুলিশ ভ্যান রাখতে হবে এবং তাতে কড়া নজরদারি থাকবে। মিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের পরিচয় পত্র জমা দিতে হবে। আবেদনকারীর আইনজীবীকে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয়পত্র জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অংশগ্রহণকারীদের পরিচয় পত্র জমা দিতে হবে সেন্ট্রাল ডিভিশন অফ পুলিশের হাওড়ার অফিসে। মিছিলে অংশগ্রহণ কারীদের ব্যচ পরে আসতে হবে যেখানে তাদের পরিচয় লেখা থাকবে। নির্দেশে বলা হয়েছে এই মিছিলে ৫০০ র বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া মিছিলে পাঁচ থেকে ছয়টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে।

09:47