বঙ্গবার্তা ব্যুরো,
এবার বেহালার আইআইএম কোলকাতা জোকার বয়েজ হস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের ভয়ানক অভিযোগ উঠল।
ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছেন এক ছাত্রী।
নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তাঁকে খাবার খেতে দেওয়া হয়। তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে , দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। তবে বয়েজ হোস্টেলের গেষ্ট রেজিষ্টারে নির্যাতিতাকে সই করতে দেওয়া হয়নি।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তখনই পুলিশ ঘটনাস্থলে যায়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই
প্রদেশ কংগ্রেস ওই প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখায়।
আজই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে, তদন্তের জন্য ওই যুবককে তাদের হেফাজতে চায় পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট ও করানো হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।