ডোনাল্ড ট্রাম্পের শপথে উপস্থিত থাকবেন এস জয়শঙ্কর

বঙ্গবার্তা ডেস্কঃ আগামী ২০ জানুয়ারি সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।সেখানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এই সফরে ট্রাম্প প্রশাসনের আসন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী ৷রবিবার বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রক এই তথ্য জানিয়েছে।
২০ জানুয়ারি স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটলের পশ্চিম ফ্রন্টে হবে শপথ অনুষ্ঠান। শপথ গ্রহণের পর ভাষণ দেবেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রেসিডেন্ট রুমে রীতি মেনে অফিসিয়াল কিছু কাজকর্মও সারবেন তিনি। শপথ গ্রহণের দিনই স্ট্যাচুটরি হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেনার কুচকাওয়াজের পাশাপাশি ‘ইনগরাল বলস’ দিয়ে শেষ হবে শপথ গ্রহণের অনুষ্ঠান।
রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ও ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি ভারত সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নতুন মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সারবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে শপথে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন এস জয়শঙ্কর ৷
ভারতের আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভাবধারার মিল রয়েছে বলে মনে করছে কূটনৈতিকমহলের একাংশ, যা অন্যান্য অনেক দেশের কূটনৈতিক নীতি নির্ধারণে সমস্যা করতে পারে ৷অনুপ্রবেশ সমস্যা, বিদেশনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।