পীযূষ চক্রবর্তী,
আগামিকাল, বুধবার আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু। আলিপুর আদালতে চার্জ গঠন হওয়ার আগের দিন এই মামলা থেকে অব্যাহতি চাইলেন অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার সঙ্গেই এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন গ্রেফতার হওয়া আরও দুই অভিযুক্ত আফসর আলি এবং বিপ্লব সিং।
গত বছরের ৮ আগস্ট আরজি কর হাসপাতালে শিক্ষানবীশ মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ পাওয়া যায় হাসপাতালের সেমিনার রুম থেকে। ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই মামলায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশের এক ভলেন্টিয়ারকে। এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। পাশাপাশি সন্দীপের বিরুদ্ধে আরজি কর হাসপাতলে আর্থিক দুর্নীতিরও অভিযোগ ওঠে। নির্যাতিতা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ জামিন পেলেও আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে তিনি জেলেই রয়েছেন।
এই মামলায় সন্দীপ, আফসর, বিপ্লব ছাড়াও পুলিশ গ্রেফতার করে সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে। এই মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও বাকি চার জনের নামও রয়েছে। বর্তমানে প্রত্যেকেই জেলবন্দি রয়েছেন।
কিছুদিন আগেই সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের জন্য স্বাস্থ্য ভবনের কাছ থেকে অনুমোদন পেতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন এনওসি দিয়েছে।