তিন মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় জানালো স্কুল সার্ভিস কমিশন

Published By Subrata Halder on 4th April 2025 at 06:42pm

বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে তিন মাস। এই সময়ের মধ্যে সেরে ফেলতে হব রাজ্যে স্কুল শিক্ষকদের নতুন নিয়োগ প্রক্রিয়া। শীর্ষ আদালতের রায় শোনার পর এসএসসির চেয়্যারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া এক বিপুল কর্মকাণ্ড। তিনমাসে তা শেষ করা অসম্ভব।
তিনি বলেন, রায়ের কিছু বিষয় এখনও স্পষ্ট নয়। সে সব আগে সঠিক ভাবে জেনে নিতে হবে। যেমন ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই আবার পরীক্ষায় বসার সূযোগ পাবেন কিনা, নতুনরা কি এই পরীক্ষায় বসতে পারবেন কি,এইসব নিয়েও আদালতের নির্দেশ সম্পর্কে স্পষ্ট ভাবে বুঝে নিতে হবে। ২০১৬ সালে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২৬ লাখ। পরীক্ষায় বসেন ২২ লাখ। অন্য চাকরি থেকে যারা এসেছিলেন তাদের সংখ্যা কত? তা দেখতে হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন কারা যোগ্য কারা অযোগ্য তা নিয়ে কিছু বলা যাবে না। সব কিছু রায়ের ২৩ এবং ২৮ নম্বর পাতায় উল্লেখ করা আছে। তিনি বলেন নিয়োগ প্রক্রিয়া খুব জটিল বিষয়। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ সব কিছু সময় সাপেক্ষ ব্যাপার। তিন মাসে কিভাবে তা শেষ করা সম্ভব হবে? তিনি জানিয়েছেন সরকারের কাছ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার চিঠি পেয়েছেন। আইনি পরামর্শ নেওয়ার কাজ শেষ হয়নি, তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পুরো বিষয়টি যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে।

19:23