Published by Subrata Halder, 18 June 2025, 06:52 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড তারকা সলমান খানের মন্দা কাটছে না। এমনকি তার সঙ্গে যুক্ত যারা, তারাও বিরাট ক্ষতির মুখে পড়তে শুরু করেছেন। সলমানের জন্য সিনেমা বানিয়ে এবার ক্ষতির মুখে পড়লেন প্রযোজক। জলে গেল তার ১২৮ কোটি টাকা।
গত বছরের থেকেও বেশি আতঙ্কে কাটছে সলমান খানের দিন। একদিকে তার চিরশত্রু লরেন্স বিষ্ণোই প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে। তারমধ্যে নিজের বাড়িতে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এসব কারণে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে সিকান্দার সিনেমার শুটিং করতে হয় সলমানকে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সিকান্দার। কিন্তু দুঃখের বিষয়, এর মধ্যেই ছবিটি ফাঁস হয়ে গেছে।
নিরাপত্তাহীনতা নিয়ে সিকান্দার ছবির শুটিং করেছিলেন সলমান খান। সিনেমাটি নিয়ে তার অনুরাগীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর প্রত্যাশিত সাফল্য পাননি সলমান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। এর মধ্যেই নির্মাতা জানালেন, ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। ক্ষতির কারণ পাইরেসি।
মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিকান্দার। পাইরেসিজনিত ক্ষতির কারণে ৯১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন করতে যাচ্ছেন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদ্দৌলা। মুম্বাইয়ের গণমাধ্যম জানিয়েছে, ছবি ফাঁস হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বক্স অফিস সংগ্রহে।
জানা গেছে, ভারতের কয়েক জায়গার প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিকান্দার। পাইরেটেড ওই সংস্করণে এমন কিছু দৃশ্য ছিল, যেগুলো আসলে সম্পাদনার সময় ছেঁটে ফেলা হয়েছিল। এ আর মুরুগোদাস নির্মিত এ সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন রশমিকা মান্ধনা , কাজল আগরওয়াল, শরমন জোশি প্রমুখ।