হাইকোর্টের অনুমতি সাপেক্ষে মহেশতলার উত্তপ্ত এলাকায় শুভেন্দু, ১৬৩ ধারা জারি

Published by Subrata Halder, 18 June 2025, 11:26 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
মোথাবাড়ি, সামসেরগঞ্জ, ধুলিয়ান এর মত একই কায়দায় মহেশতলায় হিন্দু শূন্য করা চেস্টা হচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ উত্তপ্ত এলাকায় হাইকোর্টের অনুমতি নিয়ে পৌঁছন বিরোধী দলনেতা। তার অভিযোগ, গতকাল হঠাৎ করেই সেখানে ১৬৩ ধারা জারি করা হয়। মাইকিং করে বলা হয় কোনো ভিক্টিম যাতে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলে। প্রথম থেকেই অসভ্যতা করা হয়। গাড়িতে গাড়িতে কার্টুন এঁকেছেন আমার পুরোনো বক্তৃতা বাজানো হচ্ছে। তোলাবাজ ভাইপোর ছবিও লাগিয়েছেন দেখলাম বলে অভিযোগ শুভেন্দুর। আমার পাঁচ বছর আগের বক্তৃতা আজ এদের বাজাতে হচ্ছে। শয়নে স্বপনে বিরোধী দলনেতাকে মনে করতে হচ্ছে। আমি ভাইপোর কাছে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত তৃনমূল কংগ্রেস এনডিএর শরিক হিসাবে যে যে বক্তৃতা রেখেছেন সেগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। অটল জি না থাকলে ওদের ঝাঁপ ৯৮ তে বন্ধ হয়ে যেতে। অতীত ইতিহাস তোলাবাজ ভাইপো জানে না। পুলিশ দিয়ে হিন্দুদের আমার সঙ্গে কথা বলা আটকনোর চেস্টা করেছে। তারপরেও আমি কথা বলেছি, দেখা করেছি। এক মহিলা কাউন্সিলর আমাকে বাধা দেওয়ার চেস্টা করে। কলকাতা হাইকোর্টের নির্দেশ পুলিশ প্রশাসন সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করেছে। আগামীতে আইনগত ভাবে যা যা করার সব কিছুই করবো। আগামী ৮ মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। ভাইপো জেলে যাবেন।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছেন। উনি এত বিচলিত, উদ্ভ্রান্ত কেন? যার কারণ ওবিসি রায়। ১৭ শতাংশ হিন্দুদের ওবিসি তো গেলই, সঙ্গে সঙ্গে মুসলিমদেরও সর্বনাশ করলো এই মুখ্যমন্ত্রী। এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে গেছেন। বিরোধী দলনেতার অভিযোগ, গত
পরশু উনি বিক্ষোভের মুখে পড়েছেন । খিদিরপুরের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরশু এখনো কোর্টে তোলা হয় নি। আমরা অপহরনের মামাল করবো কলকাতা পুলিশের বিরুদ্ধে, জাতীয় মানবাধিকার কমিশনকে জানিয়েছি।
উনি নোট বাতিলের বিরুদ্ধে যা খুশি বলেছেন। বলছেন আসল প্রধানমন্ত্রী অমিত শাহ। উনি সরকারি সফরে গিয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় তুর্কি ছাড়া কাউকে পাশে পায়নি পাকিস্তা । এটা প্রধামন্ত্রীর দক্ষ কূটনীতি ও বাণিজ্যনীতির সাফল্য।।
ধুলিয়ানে ওনার পুলিশ বেঁচেছে অমিত শাহের জন্য। বিএসএফ গিয়ে উদ্ধার করেছে। নাহলে বিরাট খেসারত দিতে হতো পুলিশ মন্ত্রীকে।

14:37