
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বিধায়ক পদে জয়লাভ করেছেন তিনি, আর তাই নেত্রীর নির্দেশ মত নীরবে আর্ত বা অসুস্থ মানুষের সেবায় সব সময় নিজেকে যুক্ত রাখেন মুর্শিদাবাদের সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের ফল ও পুষ্টিকর খাবার তুলে দিলেন সাগরদীঘির বিধায়ক। বুধবার তিনি তার সহকর্মীদের নিয়ে হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেন। বিধায়ক বলেন, সারা বছরই নানা সমাজসেবার কাজে নিজেকে যুক্ত রেখেছেন মানুষের প্রত্যাশা মতোই। বিধান সভা হোক বা দলের বৈঠক নেত্রী মানুষের পাশে থাকার যে নির্দেশ দেন। তাই মেনে চলেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন হাসপাতালের বেডে থাকা মানুষ গুলো নিঃসঙ্গতা বোধ করেন। তাদের পরিবারের লোকেরাও এতে মনে জোর পান।
এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
এটাই তো দলের আদর্শ ও লক্ষ
বলে উল্লেখ করেন বিধায়ক বায়রন বিশ্বাস।