এবার বিদেশি সহায়তাও বন্ধ করল ট্রাম্প প্রশাসন! বিশ্বব্যাপী উদ্বেগ

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার বিদেশি সহায়তা দেওয়াও বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে শুধুমাত্র ইজরায়েল এবং ইজিপ্টকে বাদ রাখা হয়েছে, যা এই দুই দেশের সঙ্গে মার্কিন সম্পর্কের বিশেষ গুরুত্বকে তুলে ধরে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন সহায়তা বন্ধ হলে উন্নয়নশীল দেশগুলির মানবিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক ধাক্কা আরও তীব্র হতে পারে।
নতুন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর নির্দেশ অনুযায়ী, ইজরায়েল এবং ইজিপ্ট ছাড়া বিশ্বের আর কোনও দেশ আপাতত মার্কিন আর্থিক সহায়তা পাবে না। যদিও এই সিদ্ধান্ত এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে নির্দেশ সংক্রান্ত একটি নোট ফাঁস হয়ে যাওয়ায় বিষয়টি সামনে এসেছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইউক্রেন, যারা রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে মার্কিন সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অস্ত্র, গোলাবারুদ এবং খাদ্যসামগ্রী বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনের সামরিক এবং মানবিক পরিস্থিতি গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে।
যদিও মার্কিন সহায়তা বন্ধ হওয়ার খবর জানার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে হয়তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। ট্রাম্প প্রশাসনের অধীনে আন্তর্জাতিক সহায়তা বন্ধ করার এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই ট্রাম্প আন্তর্জাতিক সহায়তার বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা করেছিলেন। মার্কো রুবিওর নির্দেশ অনুযায়ী, নতুন প্রশাসন এই সহায়তার কার্যকারিতা পর্যালোচনা করবে। এ কারণে চালু থাকা সহায়তার মেয়াদ বাড়ানো বা নতুন কোনও সহায়তা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।