তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে ফের মারধরের অভিযোগ

ফের কসবায় দাদাগিরি তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের। এবার এলাকার লোকজনকে মারধরের অভিযগ উঠল। যা নিয়ে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কসবার নারকেলবাগান এলাকায়।
এলাকার লোকের অভিযোগ, এদিন রাতে কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান মাঠে জলসার অনুষ্ঠান ছিল। যার উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্না। নামকরা শিল্পীদের নিয়ে চলা ওই অনুষ্ঠান শেষেই শুরু হয় কাউন্সিলর অনুগামীদের তান্ডব। তাঁরা মদ্যপ অবস্থায় এলাকার লোকজনকে গালিগালাজ ও মারধর শুরু করেন। মঙ্গল বাগ নামে এক যুবককে মুখে ঘুসি মারেন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পাপ্পু সাউ নামে আরও একজনকে মারধর করেন কাউন্সিলর অনুগামীরা। অভিযোগ স্থানীয় লোকজনের। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না অবশ্য এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে।