রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পূর্ন বন্ধ করতে মঙ্গলবারই কথা হবার সম্ভবনা ট্রাম্প ও পুতিনের

বঙ্গবার্তা ব্যুরো,
সম্প্রতি সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আলোচনায় তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিয়েছে কিয়েভ। এর পরে বাকি রয়েছে রাশিয়ার সঙ্গে আলোচনা। রাশিয়ার অবস্থান কী হতে পারে তা চর্চার মধ্যেই ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে যে যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং আমরা এটিকে সমর্থন করি, তবে এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে। ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য তিনি বেশ কিছু কঠিন শর্তের কথাও বলেন।
এমন যখন পরিস্থিতি তখন ট্রাম্পের দূত হিসাবে বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যমকে জানান যে মস্কোয় পুতিনের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে । ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য আলোচনাও ‘ভাল এবং ইতিবাচক’ হবে বলে মনে করেন তিনি।
ক্ষমতায় এসেই ট্রাম্প যে যুদ্ধ তিনি থামিয়ে দেবেন বলেছিলেন তা এখন অনেক দূরে নেই বলেই মনে করতে চাইছে ওয়াশিংটন। রবিবারই আশাপ্রকাশ করে মার্কিন আধিকারিকেরা জানিয়েছেন তিন বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে সম্ভবত ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ দাঁড়ি পড়তে চলেছে। কারণ যুদ্ধ বিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা করতে চলতি সপ্তাহেই কথা বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সম্ভবত মঙ্গলবারই কথা বলতে পারেন বিশ্বের ক্ষমতাধর দুই প্রেসিডেন্ট।

13:42