বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর ‘১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই’ – এমন ঘোষণা নিয়েই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।এমনকী এই আয়কর ঘোষণা সামনে এনেই বাজেটে নানা কিছু মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি দেওয়া হয়েছে বলে প্রচারে নেমেছে কেন্দ্রের শাসক শিবির।বাজেটের পর প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতিই বাজেটে প্রতিফলিত হয়েছে। তাঁর মতে এই বাজেট মধ্যবিত্ত কর প্রদানকারী, বেতনভোগী কর্মীদের বড় সুবিধা দেবে।
বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দু’টি কর কাঠামো চালু রয়েছে। একটি হল পুরনো (ওল্ড রেজিম) এবং অপরটি নতুন (নিউ রেজিম)। বাজেটে নতুন কর কাঠামোর নয়া কর স্ল্যাব ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা। আর সেখানেই ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। নতুন করকাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। নির্মলার ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা করে কোনও কর দিতে হবে না। ৪-৮ লক্ষ রোজগারে ৫ শতাংশ কর। ৮-১২ লক্ষ টাকা করে কর হার ১০ শতাংশ। ১২-১৬ লক্ষ রোজগারে করের হার ১৫ শতাংশ। ১৬-২০ লক্ষ রোজগারে করের হার ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ কর। এবং ২৪ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার ৩০ শতাংশ।
নতুন কর কাঠামো (নিউ রেজিম)
বছরে ০ থেকে ৪ লক্ষ টাকা – বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর নেই
বছরে ৪-৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর
বছরে ৮-১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর
বছরে ১২-১৪ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ কর
বছরে ১৬-২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর
বছরে ২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ কর
বছরে ২৪ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ কর
পুরনো কর কাঠামো (ওল্ড রেজিম)
বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়- দিতে হবে না কোনও কর
আড়াই লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়- কর পরিমাণ পাঁচ শতাংশ
পাঁচ লক্ষ এক টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়-২০ শতাংশ কর
১০ লক্ষ টাকার বেশি আয়- কর ৩০ শতাংশ
১২ লাখি আয়! ছাড় পেতে যা করতে হবে
নতুন করকাঠামো অনুযায়ী, বিভিন্নরকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুকদের কোনও কর দিতে হবে না। ১৮ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক রোজগার, তারাও ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা।
কিন্তু এখানেও আছে অঙ্কের খেলা।অর্থনীতির হিসেব বলছে নতুন আয়কর কাঠামোয় বাড়তি ছাড় রিটার্ন জমা দিলে তবেই মিলবে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন আয়ের উপর কর দিতে হবে এবং তার পরই রিটার্ন জমা দিয়ে রিফান্ড পাবেন গ্রাহক। তা না হলে বার্ষিক ১২ লক্ষ আয়ে করমুক্তি হবে না।পুরোনো আয়কর কাঠামোয় অবশ্য কোনও বদল করেনি কেন্দ্র। তবে বাজেটে আগামী সাত দিনের মধ্যে নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । অনেকে মনে করছেন ওই বিলে পুরনো কর কাঠামোকে পুরোপুরি বন্ধ করতে পারে সরকার।
তবে প্রধানমন্ত্রী থেকে বিজেপি শিবির নতুন আয়কর ঘোষণা নিয়ে জয়জয়কার করলেও প্রশ্ন তুলেছে বিরোধীরা।তাঁদের প্রশ্ন আয়কর ক’জন দেন?কতজন মানুষ ১ লক্ষ করে বেতন পান মাসে? দেশের জনসংখ্যার তুলনায় তা নগণ্য। ফলে এর সঙ্গে আপামর মানুষের কল্যাণের কোনও সম্পর্ক নেই।