আমেরিকা সম্পর্ক ছিন্ন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে

বঙ্গবার্তা ব্যুরো,

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বেশ কিছু ফাইলের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশ সই করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় তাঁর দেশ ‘অন্যায্য পরিমাণে’ বেশি অর্থ প্রদান করেছে। ট্রাম্পের এই ঘোষণা আলোড়ন ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরই এবার হু-র তরফে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাবরিয়েসস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন যে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং হু এর মধ্যে অংশীদারিত্ব বজায় রাখার জন্য গঠনমূলক আলোচনা চায় বিশ্বস্বাস্থ্য সংস্থা। দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালে জুলাইয়েও আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেড়িয়ে যায় আমেরিকা। ট্রাম্পের বার্তা কোভিড-এর মত অতিমারীর মোকাবিলা করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেকারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷ রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিষয়ক শাখা হু।

উল্লেখ্য, বিভিন্ন দেশের থেকে অনুদান পেয়ে থাকে বিশ্বস্বাস্থ্য সংস্থা । বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত কোনও বড় ঘটনা ঘটলে, তা সামাল দেওয়ার দায়িত্ব থাকে তাদের উপরে। তাই প্রয়োজন হয় অর্থেরও। ফলে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মার্কিন সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করতেই চিন্তিত হু।