কলকাতার সেনা হাসপাতালে ভর্তি রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

West Bengal Governor hospitalized

Upload By K. Halder at 21th March 2025, 02:43 PM

বঙ্গবার্তা ব্যুরো,
অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভর্তি আছেন কলকাতার সেনা হাসপাতালে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে। সোমবার জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার আগে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে সাংবাদিকদের বলেন, রাজ্যপালের শরীর খারাপ, দেখে গেলাম। তার চিকিৎসা চলছে।এদিন সকালেই রাজ্যপালের অসুস্থতার খবর শোনা যায়।

দক্ষিণ কলকাতার কমাণ্ড হাসপতালে ভর্তি আছেন তিনি। তার বাইপাস সার্জারি করা হতে পারে। সেক্ষেত্রে তাকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।


শনিবারই রাজ্যপাল উপদ্রুত মুর্শিদাবাদ সফর থেকে ফিরেছেন। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কথা বলেন পিড়িত মানুষদের সঙ্গে। শনিবার তিনি সফর সেরে ফিরে আসেন রাজভবনে। সোমবার সকালেই অসুস্থ বোধ করায় তাকে কমাণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।