বঙ্গবার্তা ব্যুরো,
আর বেশিদিন থাকবে না শীত। ঠান্ডার অনুভূতিও চলে যাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। আবাহাওয়া অফিস সূত্রে এ খবর জানানো হয়েছে।
আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। একাধিক জেলায় কূয়াশার দাপট থাকলেও বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের অনেকে জেলাতেও তাপমাত্রা বাড়তে পারে।তারপর দিন কয়েক তাপমাত্রা একটু কমতে পারে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি । সরস্বতী পুজোতেও তাপমাত্রা খুব কমবে না। কলকাতায় এই তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকবে তবে ১৫ ডিগ্রির কম হবে না।বৃষ্টিপাতের সম্ভবনা নেই।