আগামী ২ জানুয়ারি বাংলাদেশে ধৃত ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগে ভারতে এসে বুকে ব্যথা অনুভব করাই চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষকে মঙ্গলবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। কুণাল ব্যারাকপুরে রবীন্দ্রর ছেলের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন। সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার চিন্ময়কৃষ্ণের মামলার শুনানি রয়েছে। তার আগে তাঁর আইনজীবী অসুস্থ হয়ে যাওয়ায় মামলায় প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছে।
নিজের দেশে অশান্ত পরিস্থিতির মধ্যে ডিসেম্বরে ভারতে এসেছিলেন রবীন্দ্র। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলে রাহুলের বাড়িতে থাকছিলেন। সেখানেই অসুস্থতা বোধ করাই তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসকন সন্ন্যাসীর মামলায় বৃদ্ধ এই আইনজীবীর লড়াই দেখেছিল গোটা বিশ্ব। দিন ২০ আগে চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়তে গিয়ে এক শ্রেণীর মৌলবাদী আইনজীবী দ্বারা নিগৃহীত হতে হয়েছিল রবীন্দ্রকে। তবুও তিনি পিছপা হননি। সেদিন তাঁর দৃঢ় মানসিকতা দেখে গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছিল।
হাসপাতাল সূত্রে খবর, রবীন্দ্রর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। হৃদ্রোগ-সহ একাধিক বিভাগের পরীক্ষা হয় তাঁর। হৃদযন্ত্রের পাশাপাশি তাঁর প্রস্রাবের এবং পুরনো অস্ত্রোপচার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। এদিকে এদিনই কুণাল ব্যারাকপুরে গিয়ে রবীন্দ্রর সঙ্গে দেখা করে আসেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কথা বলার পরে কুণাল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি একাধিক বার রবীন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। তৃণমূলের বক্তব্য, বাংলাদেশ নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন রবীন্দ্র। সেই কথা এদিন কুণালকে বলেন।
এদিন রবীন্দ্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মামলা প্রসঙ্গে জানান, বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে। মামলার জন্য খুব চিন্তা রয়েছে। বুধবার আমার দেশে ফেরার কথা ছিল। তবে আমি ২০ জন আইনজীবী দিয়েছি ওই মামলায় লড়াই করার জন্য।