অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেন মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দলের লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে থাকে পুলিশ। গ্রেফতার করা হয় একের পর এক আওয়ামী লীগের নেতাকে। এবার মিথ্যা মামলায় গ্রেফতার করা হল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিকে। সম্প্রতি নিষিদ্ধ হিসেবে ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। নদী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকেও গ্রেফতার করা হয়েছে। অনেকেই এই ঘটনায় প্রতিহিংসার অভিযোগ তুলেছেন।
শনিবার রাতে ঢাকার বসুন্ধরা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক দাবি করেছেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঢাকায় একটি মিছিল হয়েছিল। ছাত্র লীগের ওই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল।