বঙ্গবার্তা ডেস্কঃ আর মাত্র ক’দিন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।এমন পরিস্থিতিতে বিদায়বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির সাফল্যের পক্ষে জোরালো বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট জো বাইডেন।মার্কিন বিদেশ মন্ত্রণালয়ে এক ভাষণে বাইডেন এসব কথা বলেন।তিনি বলেন, “এই চার বছরে আমরা নানা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি, আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম, তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছি।” বিদেশ নীতি নিয়ে এটিই ছিল বাইডেনের শেষ ভাষণ।
প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের এক সপ্তাহ আগে বাইডেন স্টেট ডিপার্টমেন্টে দেওয়া এই বিরল ভাষণে, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলকে দেওয়া তার প্রশাসনের সমর্থন ফলাও করে তুলে ধরেন। বাইডেন বলেন তিনি গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে পরাজিত করার জন্য ইসরায়েলকে সাহায্য করেছেন, যে দুই গোষ্ঠী ইরান-সমর্থিত।গত বছর ইসরায়েলের উপর দুই দফা ইরানি আক্রমণের সময় ওয়াশিংটনের সাহায্যর প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
বাইডেন বলেন যে, যুক্তরাষ্ট্র “বিশ্বব্যাপী প্রতিযোগিতায় জয়ী” হচ্ছে এবং পূর্বাভাস মতই অর্থনৈতিকভাবে চিন তাদের টপকাতে পারবে না। তিনি জানান রাশিয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাষণে বাইডেন আরও বলেন, “আমরা একটি সময় বদলের মুখে দাঁড়িয়ে আছি। শীতলযুদ্ধ–পরবর্তী যুগের অবসান হয়েছে। একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, আমার প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে।”