Upload By K. Halder at 28th April 2025, 11:49 AM
বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগমের ঘটনার জন্য পরোক্ষে কংগ্রেসকেই দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন ৪০ বছর আগে কংগ্রেস যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে দেশে এত জঙ্গি হামলা হত না। এই প্রসঙ্গেই তিনি বলেন এর মোকাবিলা যদি কেউ করতে পারেন তো নরেন্দ্র মোদীজীই পারবেন। দেশের মানুষের তার ওপর ভরসা আছে। বদলা হবেই,বলে দাবী করেন তিনি। পাকিস্তানের হুমকিকে আদৌ গুরুত্ব না দিয়ে তিনি বলেন, ওরা অনেক সময়ই বড় বড় কথা বলে । তারপর মার খেয়ে বাড়ি ফিরে যায়। তিনি পাকিস্তানের পরমাণু অস্ত্রের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন ওটা আছে নাকি পচে গেছে তা কেউ জানে না। ভারতকে পরমাণু হামলার ভয় দেখানো ঠিক নয়। যদি তেমন কিছু হয় তাহলে পরদিনই পাকিস্তানের ইতিহাস, ভূগোল বলে কিছুই থাকবে না।
তিনি বলেন পাকিস্তান চাইছে ভারতই আগে আঘাত করুক। তাই তারা প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন ভারত যদি একবার আক্রমণ করে তাহলে না থাকবে পাক সেনা, না থাকবে পাকিস্তান। পহলগামের ঘটনায় সারা বিশ্ব ভারতের পাশে আছে পাকিস্তানের সে কথা মাথায় রাখা উচিত বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।