ফের বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের

একদিকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পিছিয়ে নেই একদা ‘ভেবেচিন্তে’ কথা বলার লোক হিসেবে পরিচিত পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও। বিতর্কিত মন্তব্য থেকে কিছুতেই এই ত্রয়ীকে লাগাম দেওয়া যাচ্ছে না। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন ফিরহাদ। যার জেরে ফের বিপাকে ফেললেন তৃণমূলকে। মঞ্চ থেকে হঠাৎই বলেন, ‘রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে, মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দ্রিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্য নেতা, কাউকেই মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে?’
তাঁর এই মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে দল। যা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কারণ সম্প্রতি সময়ে কখনও রাজ্যে মুসলিমদের সংখ্যা বাড়ার কথা বলে বিতর্ক তৈরি করেছেন। যে মন্তব্য তাঁর দল সমর্থন করেনি।
তবে ওই মঞ্চে দাঁড়িয়ে তারপরই অবশ্য বলেন, ‘আমি বলছি না সবাই ভাল। যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সব মুসলিম খারাপ নয়।’ এখানে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন ফিরহাদ।
এর আগেও বেশ কয়েকবার মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কলকাতার মেয়র। গত জুলাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, যাঁরা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি, তাঁরা ‘দুর্ভাগা’। আর সেই বক্তৃতার ভিডিয়ো নিয়ে সরব হয়েছিল বিজেপি। ওই বক্তব্য নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ফিরহাদের মন্তব্যের নিন্দা করে তৃণমূলও।

06:48