ওমানে আমেরিকা-ইরান পরমাণু চুক্তি আলোচনা, সতর্কবার্তা ট্রাম্পের

US-Iran Nuclear Deal Talks Begin in Oman, Trump Issues Warning

Upload By K. Halder at 12th March 2025, 06:44 PM

বঙ্গবার্তা ব্যুরো,
তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হতে চলেছে ওমানে। শুক্রবারই ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সোমবারই অপ্রত্যাশিতভাবে,ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ওভাল অফিসে কথা বলার সময় সবাইকে অবাক করে দিয়ে এই ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।তিনি জানান যে কূটনৈতিক সমাধানই উত্তম,তবে আলোচনা ব্যর্থ হলে ইরান বিপদের মুখে পড়বে।


কিন্তু কেন ইরানকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসাতে চাইছেন ট্রাম্প? আমেরিকার বিশ্বাস তেহরান পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।যদিও বারবার ইরানের তরফে দাবি করা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে। ২০১৫ সালে বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করা হয়েছিল। তবে ২০১৮ সালে ক্ষমতায় এসেই এই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে আবার কড়া তেহরান বিরোধী অবস্থান নিয়েছে হোয়াইট হাউস।আমেরিকা চাইছে নতুন করে পরমাণু সমঝোতা করতে। তবে তেহরানের অভিযোগ, নিরস্ত্রীকরণের অজুহাতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কোপ বসাতে চাইছে আমেরিকা এবং ইজরায়েল।


যদিও ওমানে কীভাবে আলোচনা কিভাবে আর এগোবে তা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনা সরাসরি হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ওমানে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে আলোচনা হবে পরোক্ষভাবে, যেখানে ওমানের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় করবে।

22:10