বঙ্গবার্তা নিউজ ডেস্ক, মহারাষ্ট্র,
ছবি : সংগৃহীত
Published by -Jyotirmay Dutta: Posted 28 Jan 2026 at 17:59pm
এনসিপি প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হওয়ার ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করল মুম্বাই সরকার। ওই দুর্ঘটনায় তিনি ছাড়াও আরও চারজনের মৃত্যু হয়েছে।
রাজ্যজুড়ে পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি অফিস ও স্কুল বন্ধ থাকবে। সরকারি সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ২৮ শে জানুয়ারি সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণ করার বার্তা দেন পাইলট।

একবার নামার চেষ্টা করেও রানওয়ে থেকে আবার উড়ে যায়।তার অল্প পরেই আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরও চারজন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। অসামরিক বিমান চলাচল অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে।
৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের খুড়তুতো ভাই। দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলে পুণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
অজিত পাওয়ারের মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। ঘটনার সঠিক তদন্তের দাবী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।

