পীযূষ চক্রবর্তী,
আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তবে ওই মামলায় তিনি জামিন পেয়েছেন। ৯০ দিনের মধ্যে সন্দীপের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় আদালত তাকে জামিন দেয়। কিন্তু তার বিরুদ্ধে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। ওই মামলাতেও সিবিআই তাকে জড়ালে এখনও জেলবন্দি সন্দীপ।
শনিবার এই মামলা শুনানি হয় আলিপুরের বিশেষ আদালতে। এই মামলায় এক সপ্তাহের মধ্যে আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু শুক্রবারও এই মামলা সংক্রান্ত সমস্ত নথি নিম্ন আদালতে জমা দিতে পারেনি সিবিআই। এক দিন সময় চেয়ে সিবিআই শনিবার আদালতকে জানায়, এই মামলায় কয়েক হাজার পাতার নথি রয়েছে। তাই দেরি হয়েছে। এদিন আরজিকরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে আসা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। শুরু হয় মামলার শুনানি। সিবিআই আদালতে জানায়, আদালতের নির্দেশ মেনে চার্জশিট সংক্রান্ত সমস্ত নথি নিয়ে আসা হয়েছে। সেই নথি পেন ড্রাইভ বা হোয়াটস অ্যাপে দেওয়া যাবে বলেও জানানো হয়।