তৃণমূল সাসপেন্ড করল শান্তনু ও আরাবুলকে

দল থেকে সাসপেন্ড করা হল প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও আরাবুল ইসলামকে। শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ওই দুজনকে সাসপেন্ডের কথা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু। যা নিয়ে বিড়ম্বনায় পড়ে দল। দল বিরোধী কথা বলতেও শোনা যায় তাঁর মুখ থেকে। তারপর থেকেই দলের সঙ্গে শান্তনুর দূরত্ব তৈরি হয়। দলের বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁকে সাসপেন্ড করা হল বলে মনে করা হচ্ছে। কেন তাঁকে দল সাসপেন্ড করল সেবিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন শান্তনু।
এদিকে কিছুদিন আগেই একটি অপরাধের মামলায় গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষণ শওকত মোল্লার সঙ্গে বিরোধের জেরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি করেন ঘাসফুলের ‘। জেল থেকে বেরনোর পর ফের শওকতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন আরাবুল। ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন। সেই কারণেই তাঁকে দল সাসপেন্ড করল বলে মনে করা হচ্ছে। আরাবুলকে ফোন করা হলে তিনি কোনও উত্তর দেননি।