তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সীমা পুনর্বিন্যাসের বিরুদ্ধে যৌথ আন্দোলনের ডাক

বঙ্গবার্তা ব্যুরো,
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন আসন্ন সীমা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ ভারতের সমস্ত রাজ্য সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন।
স্ট্যালিন মূলত দুটি দাবি তুলেছেন, প্রথমত,দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক এবং পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা এবং উত্তর ভারতের পাঞ্জাব যেন এই প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি জানায়।
দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দলগুলোর একজন বর্ষীয়ান প্রতিনিধি যেন যৌথ কর্মপরিষদ বা জয়েন্ট অ্যাকশন কমিটিতে যোগদান করেন, যাতে একসঙ্গে পরিকল্পনা করা যায়।
স্টালিন চেন্নাইয়ে আগামী ২২ মার্চ জ্যাক এর প্রথম বৈঠকের প্রস্তাব দিয়েছেন, যেখানে এই সংকট মোকাবিলার কৌশল নির্ধারণ করা হবে। তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রো-রাটা ভিত্তিতে সীমা নির্ধারণের যে যুক্তি দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলে স্টালিন তাকে শুধুমাত্র ফাঁকা বুলি বলে উল্লেখ করেছেন। তার কথায় কেন্দ্রের সীমা পুনর্বিন্যাস পরিকল্পনার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে।
স্টালিনের মতে, সীমা পুনর্বিন্যাস শুধুমাত্র প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রশ্ন নয়, বরং এটি রাজ্যগুলোর অধিকার এবং তাদের উন্নয়ন সংস্থানের ক্ষমতার ওপর বড়সড় আঘাত।
তার দাবী, এই সমস্যা শুধুমাত্র একটি রাজ্যের নয়। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল আদর্শের ওপর আঘাত। এটি কোনো বিমূর্ত তত্ত্ব নয়, বরং আমাদের রাজ্যগুলোর ন্যায্য সম্পদ সুনিশ্চিত করার লড়াই।
এই কারণে, বিভিন্ন রাজ্যের নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই গণতান্ত্রিক অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আবেদন জানিয়েছেন বলে দাবী।
সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, আপ, টিডিপি, ওয়াইএসআরসিপি, বিজেডি এবং অকালি দলের নেতাদেরও তিনি বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
স্টালিন এক টুইট বার্তায় বলেন, সংসদে আমাদের স্বর কমিয়ে দেওয়ার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। পুনর্বিন্যাস পরিকল্পনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আক্রমণ। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলিকে শাস্তি দেওয়া গণতান্ত্রিক অন্যায়।
তিনি সমস্ত বিরোধী নেতাদের একত্রিত হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে বলেন, আমরা আলাদা রাজনৈতিক দল হিসেবে নয়, জনগণের স্বার্থের রক্ষাকর্তা হিসেবে একসঙ্গে দাঁড়াবো।

20:57