কাশ্মীর হামলার পাল্টা, স্থগিত সিন্ধু জল চুক্তি,বন্ধ হলো ভারত পাক সীমান্ত

India Suspends Indus Water Treaty After Terror Attack

Upload By K. Halder at 23th April 2025, 11:43 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ ঘোষণা করল ভারত সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে পাঁচটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। এদিনই সন্ত্রাসহানা ইস্যুতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস এর উচ্চপর্যায়ের জরুরি বৈঠক। এরপরেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্থগিত করা হয়েছে ইন্দাস বা সিন্ধু জল চুক্তি। ভারত পাকিস্তানের মধ্যে নদীর জল ভাগাভাগি নিয়ে ১৯৬০ সালে স্বাক্ষরিত ইন্দাস জল চুক্তিকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগীতার প্রতীক হিসেবে বিবেচিত হত।
ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও জনসংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ আটারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে বন্ধ করা হল আটারি ওয়াঘা সীমান্ত। ওই সীমান্ত পথে যারা ভারতে প্রবেশ করেছেন, তাদের ভারত থেকে ফেরার জন্য ১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ।পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতের ভিসা পরিষেবা ও সীমান্ত পেরিয়ে যাতায়াতের সব অনুমতি স্থগিত করা হয়েছে। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাকিস্তানি নাগরিকরা ভারতে আসতে পারবে না, পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে।
নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের থাকা যাবে না বলে ঘোষণা করেছে নয়াদিল্লি। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সমস্ত সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে। এর ফলে দুই দেশের সামরিক স্তরের কূটনৈতিক যোগাযোগ কার্যত স্তব্ধই হয়ে গেল।
পাশাপাশি পাক হাইকমিশনের কর্মীসংখ্যার ক্ষেত্রে পাকিস্তানকে জানানো হয়েছে যে, নয়াদিল্লিতে তাদের কূটনৈতিক মিশনে কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০এ নামিয়ে আনতে হবে। এতে কূটনৈতিক কার্যক্রম সীমিত হয়ে পড়বে।
পহেলগাঁওতে জঙ্গি হামলায় ইতিমধ্যেই দায় স্বীকার করেছেl পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার সংগঠন টিআরএফ। পরিস্থতির নিরিখে এই সিদ্ধান্তগুলির মাধ্যমে ভারত স্পষ্ট ভাবে জানিয়ে দিল সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের সঙ্গে কোন রকম আপোষ করবে না ভারত।

18:23