Upload By K. Halder at 26th April 2025, 08:54 PM
বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগাঁও হামলার জেরে ভারতের নেওয়া একের পর এক পদক্ষেপে রীতিমত চাপে পাকিস্তান। নৃশংস এই হামলা যে পাক মদত এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাতেই ঘটেছে সেটিও নানা ভাবে স্পষ্ট হয়ে উঠছে। যদিও পাক সরকার অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, এই হামলায় তাদের কোনও যোগ নেই। পাকিস্তানের বক্তব্য নয়াদিল্লি তাদের দাবী মত এই হামলার নেপথ্যে যে পাকিস্তান রয়েছে তার প্রমাণ পেশ করুক।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন যে পহেলগাম নিয়ে যদি কোনও নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত হয়, তাহলে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। তার অভিযোগ ভারত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। যদিও পাক সেনাপ্রধানের মুখে ফের উঠে এসেছে দ্বিজাতি তত্ত্বের কথা।শনিবার পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির প্যারেডে যোগ দিয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন যে পাকিস্তানের অস্তিত্ব এবং পরিচয় এই তত্ত্বের উপর দাঁড়িয়ে রয়েছে। এর কিছুদিন আগেই প্রবাসী পাকিস্তানিদের এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন, কাশ্মীর ইসলামাবাদের জীবনরেখা ছিল, আছে এবং থাকবে। তার কথায়, কাশ্মীর হল পাকিস্তানের জিউগুলার ভেন। সভাতে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও পাকিস্তানকে দুই আলাদা জাতি হিসেবে তুলে ধরে জেনারেল মুনির বলেন, আমরা এক জাতি নই। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা এই দেশ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাদের এবং আমাদের অনেক ত্যাগের ফসল এই পাকিস্তান। আমরা জানি কীভাবে একে রক্ষা করতে হবে। শনিবারের বক্তব্যে ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করেন পাক সেনাপ্রধান। বলেন যে ভারতের সংবাদমাধ্যম এবং গণমাধ্যম পাকিস্তান তৈরির ইতিহাসকে মুছে দিতে বা পাল্টে দিতে পারবে না। যদিও পাকিস্তান যতই দায় ঝেড়ে ফেলতে চাক না কেনো আন্তর্জাতিক মহলে এই হামলায় নিন্দার ঝড় উঠেছে।