বঙ্গবার্তা ব্যুরো,
৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় ওপেন এয়ার অর্থাৎ খোলা মাঠে মাতৃশক্তি – ৪৫৪ নম্বর স্টল সেরা নির্বাচিত হয়েছে। বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ডের তরফেও এই ঘোষণা করা হলো আজ। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি ছোট্ট স্টল ক্যাটাগরিতে এই বিজয়। সাধারণভাবেই খুশি কর্তৃপক্ষ। মাতৃশক্তি পত্রিকার সম্পাদক কুশল চৌধুরী বলেন, গিল্ডের পক্ষ থেকে এই সম্মান প্রতিষ্ঠানকে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে। রবিবার মেলার শেষদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সওয়া দুটো নাগাদ এসবিআই অডিটোরিয়ামে তা তুলে দেওয়া হবে বিশেষ সম্মান স্বরূপ হিসেবে ওই পুরস্কার।
কলকাতা বইমেলায় সেরা মণ্ডপের শিরোপা দক্ষিণেশ্বরের আদলে মণ্ডপ
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/1706591283_kolkata-book-fair.jpg)