কল সেন্টার খুলে বিদেশীদের প্রতারণা, সোনারপুর থেকে গ্রেফতার তিন

পীযূষ চক্রবর্তী,
ফের বেআইনি কল সেন্টারের হদিশ কলকাতায়। এবার সোনারপুরের সার্দান বাইপাসের একটি আবাসনে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করেছে তিন জনকে। উদ্ধার হয়েছে পাঁচটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল, ৭টি হেডফোন, দুটি রাউটার। এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি-বিদেশি একাধিক ব্যাঙ্কের জাল লোগো। এছাড়াও একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের পাঁচ নম্বর ব্লকের ১১ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি কল সেন্টারটি। মূলত টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে আমেরিকার নাগরিকদের কম্পিউটার ও ল্যাপটপ হ্যাক করে তথ্য পাচারের ভয় দেখানো হতো। তারপর তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো। প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করে অভিযুক্তরা। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা। গ্রেফতার করা হয় পূর্ব যাদবপুরের বাসিন্দা জয় হালদার, নরেন্দ্রপুরের তন্ময় মণ্ডল ও সোনারপুরের শুভজিত বিশ্বাসকে। পুলিশ জানিয়েছে, জয় এই চক্রের মূল পাণ্ডা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।